Spread the love

অসুস্থ কর্মীর খোঁজখবর নিতে কুমিল্লায় ছুটে আসলেন সৌদি মালিক! ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণসহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন অনেক বিদেশি তরুণী। কিন্তু এইবার ঘটলো এক ব্যতিক্রম কাহিনী। কুমিল্লার বরুড়া উপজেলার ১৪নং লক্ষীপূরের নলুয়া চাঁদপুর গ্রামে বাংলাদেশী এক কর্মীর মায়ায় সৌদির নাগরিক (কর্মীর মালিক) বাংলাদেশে এসেছে তাকে দেখতে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া চাঁদপুর গ্রামের সুদির শীল দীর্ঘ ১৫ বছর ঐ মালিকের প্রতিষ্ঠানে কর্মরত ছিলো। তারপর প্রায় অসুস্থতার কারণে ৮-১০ বছর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসে।

তারপর থেকে আর বিদেশ যাওয়া হয়নি সুদির শীলের। তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, সে প্রতিষ্ঠানের মালিক পুরাতন কর্মীর মায়ায় বাংলাদেশে চলে এসেছে সে কর্মীকে দেখতে।

গত ২৮ আগষ্ট তিনি বাংলাদেশে আসেন, তারপর ফোনে যোগাযোগের মাধ্যমে তিনি ওই ক’র্মীর বাড়িতে এসে পৌছেন । এর মধ্যেই এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। এলাকাবাসি সৌদির নাগরিককে দেখতে ও তার মহানুভবতাকে স্বাগত জানাতে সুদির শীলের বাড়িতে ভিড় জমাচ্ছে।

Share This Post