গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিটের সম্মেলন চলছিল।

বিকেল ৩টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় বৃষ্টির তীব্রতায় মঞ্চের ছাদ বেয়ে চুয়ে পড়ে পানি। তারপরও অধীর আগ্রহে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা। হঠাৎ পাশের মসজিদ থেকে মাগরিবের আজানের সুর ভেসে আসে। আজান শুনেই স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চের এক পাশে মাজুর হওয়ায় একটি চেয়ারে বসে নামাজ আদায় করে নেন।

শনিবার (১৩ নভেম্বর) রাতে নামাজরত স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

ছবিতে দেখা যায়, একটি নীল রঙের চেয়ারে বসে নামাজ আদায় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বৃষ্টির কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। নিরাপত্তার জন্য তার পাশে রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

শরীফ মাহমুদ অপু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন।

Share This Post