Spread the love
এই দেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি।
তাকে বিভিন্ন কারনে দেশ ছাড়তে হয়েছিল। কিন্তু তার জনপ্রিয়তা যেন ভাটা পড়েনি একটু ও
এখনো বাস অটোরিক্সায় তার ওয়াজ বাজে। ইউটুব ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে তার ওয়াজের ভিডিওগুলো।
তার এই তুমুল জনপ্রিয়তার কারনেই মূলত দেশ ছাড়তে হয়েছিল তাকে।
কিন্তু দেশ ছাড়লেই কি জনপ্রিয়তা শেষ?
আসলে তার জনপ্রিয়তা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে।
এই দেশে তার অগনিত ভক্তরা আবার মনে করে তিনি একদিন এই দেশে ফিরে আসবেন।
আবার ওয়াজের ময়দানে তার মায়াবীকন্ঠে মানুষকে রবের দিকে আহবান করবেন।
Share This Post