নতুন বছরকে স্বাগত জানাতে সারাবিশ্ব যখন আতশবাজির উৎসবে মেতে ওঠে তখন ইতালিতে বিপন্ন হয়েছে হাজারো অসহায় পাখির জীবন। ইতালির রাজধানী রোমের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে শত শত পাখির মৃত দেহ।
এই ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ আতশবাজি পোড়ানো বন্ধের দাবি উঠেছে প্রাণী অধিকার সংস্থার গুলোর পক্ষ থেকে। ইতালির রাজধানী রোমের পথে পথে পড়ে রয়েছে হাজারো পাখির মৃত দেহ। পাশে পড়ে আছে আতশবাজি আর পটকা পোড়ানোর চিহ্ন।
থার্টিফাস্ট নাইটে ইতালির নাগরিক দিয়াগো ফিনিসিয়ার মোবাইলে ধারণকৃত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যাতে দেখা যায় আতশবাজি আর পটকার শব্দে দিশেহারা পাখির ঝাক। হাজার হাজার পাখির মৃত্যুর জন্য এই আতশবাজি আর পটকার এই শব্দকে দায়ী করছে OIPA ( ওআইপিএ)।
মহামারী করোনা ভাইরাসের কারণে জনসমাগম নিষিদ্ধ ছিলো প্রায় সব দেশে। তবে ব্যক্তি উদ্দগে এবার ইংরেজি নববর্ষে নজিরবিহীন আতশবাজি পোড়ানো হয়৷ তবে এই আতশবাজিই প্রাণঘাতী হয়ে ওঠে নিরীহ পাখির জন্য।