Spread the love

শত বাঁধা উপেক্ষা করেও পবিত্র আল আকসার সামনে ছোট্ট শিশুর নামাজ আদায় দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ফিলিস্তিনী প্রতিটি শিশু যেন এক একজন মুজাহিদ হিসেবে তাদের আবির্ভাব,

বীর মুজাহিদরা আল্লাহ প্রিয় মায়েদের গর্ভ থেকেই জন্ম নেয় এটাই তার প্রমাণ,

ফিলিস্তিন এর এক মা স্বপ্ন দেখেন, তার সন্তান একদিন বড় হয়ে, স্বাধীন ফিলিস্তিন উপহার দেবে

নিজের ছোট্ট শিশু সন্তানের হাতে অস্র তুলে দিয়ে স্বাধীন ফিলিস্তিন গড়ার স্বপ্ন দেখেন ফিলিস্তিনি এক মা, নির্যাতিত নিপিড়ীত মানুষের কান্না থামাবে, ভেঙে দিবে শত্রুদের কালো হাত, বিজয় চিনিয়ে আনবে ইহুদিবাদী ইসরাইলের হাত থেকে, আমাবস্যার রাত কেটে নতুন সূর্য উদিত হবে সেই আশায় বুক বেধে চেয়ে আছে মহান মালিকের দরবারে, কবে আসবে সে বিজয়?

Share This Post