Spread the love

ইসলামের শিক্ষায় মুগ্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাতে ২৭ জন কারাবন্দি মুসলমান হয়েছেন। ২০২০ সালে রাস আল খাইমাহ কারাগারের বিভিন্ন দেশের ওই বন্দিরা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সদ্য মুসলমান হওয়া ওই ব্যক্তিরা জানান, তারা ইসলাম সম্পর্কে জানার পর স্বেচ্ছায় মুসলিম হয়েছেন। তারা বলেছেন, মুসলিমদের ভালো আচরণ এবং ইসলাম সম্পর্কে কোর্স আমাদের ইসলাম নিয়ে ভাবতে সাহায্য করেছে এবং শেষ পর্যন্ত আমরা মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রাস আল খাইমাহ পুলিশের সূত্রগুলো জানিয়েছে, কোনও ব্যক্তি যেকোনো ধর্ম, ভাষা বা জাতিগোষ্ঠীরই হোক না কেন আমরা তাদের পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করি। তারা বলছে, আমরা বন্দিদের আত্মবিশ্বাস দিয়েছি এবং ন্যায়বিচার, অখণ্ডতা এবং ইতিবাচক নাগরিকত্ব অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সমাজের ভালো সদস্য হতে সহায়তা করি।

রাস আল খাইমাহ পুলিশের শাস্তি এবং সংশোধন ইন্সটিটিউট জানিয়েছে, শত শত বন্দি তাদের পুনর্বাসন এবং ট্রেইনিং প্রোগ্রামের মাধ্যমে সুফল পেয়েছে। সাজা খাটার পর বন্দিরা যাতে সমাজে আরও ভালোভাবে মিশে যেতে পারে সেটাই এই কর্মসূচির লক্ষ্য।

Share This Post