Spread the love

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে তাওতাওয়ানা উপজাতির ৩০০ নারী-পুরুষ একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন।

শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের উত্তর মোরওয়ালির আল ফোরকান মসজিদে জুমাআর নামাজের পর কালেমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন এসব মানুষ।

আল-জাজিরার শনিবারের আরবি প্রতিবেদনের তথ্যে জানা যায়, ‘৩০০ নওমুসলিমের সকলেই ৮ হাজার বছরের পুরনো পুনরুজ্জীবন মতবাদে বিশ্বাসী ছিলেন। এসব নওমুসলিম তাওতাওয়ানা উপজাতীর সদস্য ছিলেন।

তারা মধ্য সুলাওসি দ্বীপের টোকালা পর্বতের বাসিন্দা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির তথ্যে উঠে এসেছে যে, ‘শুক্রবার আল-ফোরকান মসজিদে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে ৩০০ মানুষ একত্রিত হন।

ইসলাম গ্রহণের আগে তাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়াবলি সম্পর্কে ধারণা দেয়া হয়। তাদের মাঝে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরা হয়। এরপরই তারা সম্মিলিত কণ্ঠে কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন।’

Share This Post