Spread the love

জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হলেও দেশটিতে ক্রমেই মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে। দেশটিতে গত এক দশকে মুস’লিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এছা’ড়া সা’ম্প্রতিক সময়ে দেশটিতে মস’জিদের সং’খ্যাও বেড়ে গেছে। সেখানকার মুসলিম জন’সংখ্যা আগে

ছিল ১ লাখ ১০ হা’জার। তা বেড়ে বর্তমানে ২ লাখ ৩০ হাজার হয়েছে। দ্য ই’কোনমিস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে। জা’পানের সরকার দেশটিতে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের আ’কৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। জা’পানের বৃহত্তম

দ্বী’পপু’ঞ্জের সবচেয়ে ‘দ’ক্ষিণের কিউ’শুর মে’ক্কা বেপ্পুতে একটি চারতলা বি”ল্ডিংয়ের প্রতি শুক্রবারে কয়েক হাজার মুসলিম পু’রুষ ও নারী মসজিদে নামাজ আদায় করেন। দেশটিতে প’ড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা অনেকেই রিত’সুমেইকান এশিয়া প্যা’সিফিক ই’উনির্ভাসিটিতে পড়াশোনা করেন। পাশাপাশি তারা শহরের বিভিন্ন

হোটেল’গুলোতে খণ্ড’কা’লীন কাজ করে থাকেন। জাপানের ওয়াসেদা ইউ’নিভার্সিটির টা’নাডা হিরোফুমির এক জরিপ অনুযায়ী, ২০১০ সালে মুস’লিমদের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার।

কিন্তু ২০১৯ সা’লের শেষের দিকে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩০ হা’জারে। এর মধ্যে ৫০ হাজারের বেশি মা’নুষ ভি’ন্ন ধর্ম থেকে ইসলামে প্রবেশ করেছেন।

দৃষ্টি আকর্ষণ
এই সাইটে সাধারণত আমরা নিজস্ব কোনো খবর তৈরী করি না..আমরা বিভিন্ন নিউজ সাইট থেকে খবরগুলো সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি..তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

Share This Post