Spread the love

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার হুমকি দিয়েছেন। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এ হুমকি দেন তিনি। 

ভিডিওতে একরামুল করিম চৌধুরী বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না আমি বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। কয়েকদিনের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলবো। 

এ সময় তিনি ফেসবুক লাইভে ওবায়দুল কাদেরকে ‘রাজাকার’ পরিবার বলে উল্লেখ করে বলেন, ‘একটা রাজাকার ফ্যামিলি এই পর্যায়ে আসছে তার ভাইরে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো যদি জেলা কমিটি না দেয়।’

পরবর্তীতে অবশ্য ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। তবে এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Share This Post