Spread the love

কারাগারের ভিতরে নামাজের ঘরে বন্দিদের ইমামতি করছেন এক পুলিশ সদস্য। সুরেলা কণ্ঠে তেলাওয়াত করছেন পবিত্র কোরআন।

তাঁর তেলাওয়াতের সুরে মুগ্ধ বন্ধি মুসল্লিরা। এমনকি কারাগারের ভেতরে নামাজের এই দৃশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসিত হচ্ছে।

নামাজের এই ভিডিওটি ধারণ করা হয়েছে ইন্দোনেশিয়ার সুকাবুমি সিটির একটি কারাগারে। ভিডিওটি ধারণ করেন সেখানে উপস্থিত আরেক পুলিশ সদস্য।

ভিডিওটি ওয়েস্ট জাভা আঞ্চলিক পুলিশের মালিকানাধীন ইনস্টাগ্রাম এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে পোস্ট করা হয়েছিল।

দেশটির অনলাইন গণমাধ্যম ডেটিককমকে সুকাবুমি সিটি পুলিশ জনসংযোগ দপ্তর কর্মকর্তা সোলেহুদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই পুলিশ সদস্যের নাম জাফর সিদ্দিক। ওইদিন মাগরিবের সময় তাকে বন্দিদের পাহারা দেওয়ার ও মাগরিব নামাজের ইমামতি করার দায়িত্ব দেয়া হয়েছিল।

সোলেহের মতে, ভিডিওটি তাঁর বন্ধু ইচ্ছাকৃতভাবে রেকর্ড করেছিলেন। কারণ তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় জাফর সিদ্দিকের সুরময় কণ্ঠটি জানতেন।

তরুণ পুলিশ কর্মকর্তার ভিডিওটি ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। এমনকি দেশটি জাতীয় পুলিশ প্রধান জেনারেল ইধাম আজিসের কানেও পৌঁছেছে এই বার্তা।

Share This Post