Spread the love

সোস্যাল মিডিয়ায় এক পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ঐ পুলিশ সদস্য বলছে, আপনি আমাকে কুরআন হাদিস খুলে দেখান কোথায় গান গাওয়া হারাম, কোথাও দেখাতে পারবেন না। যদি গান গাওয়া হারাম হয় আমি বলব ওয়াজ করাও হারাম।

ওয়াজ করা হারাম প্রশঙ্গে তিনি যুক্তি দেন এবং সেখানে তিনি বলেন, যে হুজুর সারারাত ওয়াজ করল মানুষ সারারাত তার ওয়াজ শুনল কিন্তু সকালে উঠে ঐ মানুষ গুলো দুধে পানি মিশালো একজনের মাথায় গিয়ে আঘাত করল তাইলে দেখা গেল যে হুজুর সারারাত তার উপর ওয়াজ করল সেটা কোন কাজে আসল না এজন্য সেটা হারাম হলো।

গান গাওয়া হালাল প্রশঙ্গে তার যুক্তি দিতে গিয়ে বলেন, আর যখন মিরাজ দেওয়ান গান করল, ‘এই পথ দিয়ে দয়াল আসবে রে, আমি থাকি পথের দিকে চাইয়া, দয়াল তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই’ এই কথা বলতেছে আর চোখের পানি ফেলতেছে,

সে লোক চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি গেছে, বাড়ি গিয়ে যে তার শত্রুর গায়ে আঘাত করবে সেই সাহস সে পাচ্ছে না কারন ঐ যে দয়াল তাকে দেখতেছে, এই যে গান টা যে গাইলো এটা তার জন্য হালাল হলো।

Share This Post