Spread the love

জগন্নাথপুরে একই পরিবারের ৪ জনের ইসলাম ধ’র্ম গ্রহণ ছবি কালেকশন জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর-শহরে এক পরিবারের নারীসহ তিন সদস্য সনাতনী (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এনিয়ে একই পরিবারের মা, বাবা, ভাইসহ চার সদস্য সনাতনধ’র্ম ত্যাগ করে ইসলাম ধ’র্ম গ্রহণ করলেন। ২ বছর আগে জগন্নাথপুর পৌর- শহরের ইকড়ছই (নতুনপড়া) এলাকার বাসিন্দা কবিন্ড করের পুত্র কৃতি ফুটবলার সুদীপ করের হিন্দু ধ’র্ম ত্যাগ করে ইসলাম ধ’র্ম গ্রহণ করেন। তখন তার নাম রাখা হয় মোঃ সুলেমান মিয়া।
এরপর থেকে সুলেমানের পরিবরে নেমে আসে নানাবিধ সমস্য। ক্রমান্বয়ে তার মা, বাবা, ছোট ভাই ইসলাম ধ’র্মের প্রতি আকৃষ্ট ও শ্রদ্ধাশীল হয়ে ওঠেন।

অবশেষে ২৯ আগস্ট শনিবার জকিগঞ্জ ফুলতলী সাহেব বাড়ীতে গিয়ে সাহেবজাদা মাওলানা মোঃনজমুদ্দিন চৌধুরী সাহেবের হাত ধরে তারা ইসলাম ধ’র্ম গ্রহণ করেন।

বর্তমানে তাদের নাম রাখা হয়েছে কবিন্ড কর পরিবর্তন করে মোঃইব্রাহীম আলী, স্ত্রী বনিতা রাণী দাসের বদলে রহিমা বেগম।
দুই ছেলে সুদীপ কর ও রতন দাসের নাম পরিবর্তন করে রাখা হয় মোঃ সুলেমান মিয়া ও ইসমাইল হোসেন।

Share This Post