Spread the love

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, আমরা এদেশের মানুষের অধিকারের কথা বললে ’৭১ এর পরাজিত শক্তি ইসলাম ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়।

ধর্মের নামে যারা ব্যবসা করে এবং ধর্মের অপব্যাখ্যা দেয় এরা খারিজি সম্প্রদায়ের। ইসলাম থেকে এরা বিচ্যুত। পরাজিত শক্তি আজ ছোবল মারার জন্য মাথা তুলে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ যখন জাতিসংঘের, সারা পৃথিবীর মূল্যায়নে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তখনই ’৭১-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার জন্য হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে।

বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মেনে নিতে পারছে না বলেই আজ তারা মিথ্যা ধর্মের দোহাই দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। অথচ মুসলিম অধ্যুষিত ১৯টি রাষ্ট্রের মধ্যে ১৮টি রাষ্ট্রে ভাস্কর্য আছে।

Share This Post