Spread the love

৭০ বছর বয়সে গতকাল শনিবার দক্ষিণ জার্মানিতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে গণমাধ্যমকে তথ্যটি জানান সৌদি নাগরিক ও বিখ্যাত ভূতত্ত্ববিদ বদর বাদরাহ।

সৌদি বাদশা খালিদ বিন আবদুল আজিজের শাসনামলে পবিত্র কাবা ঘরের নকশার কাজ সম্পন্ন করেছিলেন মুনির সারি আল-জুনদি। আর পুরো প্রকল্পটির দায়িত্বে ছিল মক্কার বদর পরিবার।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়ন করেন মাহমুদ বদর ও তার ছেলে মুহাম্মাদ এবং দরজাটির নকশা করেন মুনির আল-জুনদি। এর রেখাগুলো বানান শেখ আবদুল রহিম বুখারি।

‘বিশুদ্ধ স্বর্ণে নির্মিত এই দরজাটি তৈরি করতে লেগেছিল প্রায় দেড় বছর। বাদশা খালিদ বিন আবদুল আজিজের নির্দেশেই এটা করা হয়েছিল।’

‘কাবা ঘরের দরজার উচ্চতা ৩ মিটারের কিছু বেশি, চওড়ায় প্রায় ২ মিটার এবং পুরত্ব প্রায় অর্ধ মিটার। এটি টিক কাঠের তৈরি ফ্রেমে বানানো হয়েছে। দরজাটিতে দুটি কাঠের ঠেস ব্যবহার করা হয়েছে।’

দরজায় মোট ২৮০ কেজি বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা আরো জানান, দরজার নকশা প্রস্তুতে প্রকৌশলী আল-জুনদির সঙ্গে চুক্তি করা হয়েছিল। আর তা বাস্তবায়নে ব্যয় হয় ৩ লাখ সৌদি রিয়াল।

Share This Post