Spread the love

কুকুর প্রভুভক্ত প্রাণী সেটা আমরা সবাই জানি, পোষ্যদের মধ্যে প্রভুভক্ততায় সারমেয় অর্থাৎ কুকুরের নাম সবার আগে।

‘কুকুরের বাচ্চা’ বা ‘কুত্তার বাচ্চা’ আমরা গালাগালের ক্ষেত্রে ব্যাবহার করলেও আমরা কুকুর পুষি আমাদের ব্যাক্তিগত স্বার্থে।

কারন কুকুর তাড়াতাড়ি পোষ মানে, মানুষের সাথে মিলে মিশে থাকে তারা। প্রায় সমগ্র দেশেই কুকুর গৃহ পালিত প্রাণী হিসেবে পোষা হয়।

কিন্তু একটি কুকুরের একটি কাণ্ডে উত্তাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। একটি মেয়ে টেবিলে বসে লিখছে, পড়াশোনা

করছে এবং তার সামনে বসে আছে একটা সাদা রঙের কুকুর। তার হাব-ভাব এমনই যেন সেই মেয়েটির শিক্ষক, যেন বলতে চায় চুপ করে মন দিয়ে পড়াশোনা করো, দুষ্টুমি করবে না আমি কিন্তু সব বুঝতে পারছি।

আর নেটে এই গৃহ শিক্ষকের একটি ভিডিও দেখে তার ভক্ত হয়ে গেছে অনেকে এবং সেটা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু আসল ব্যাপারটা তাহলে কি ?

Share This Post