Spread the love

ভারতে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে তামিলনাড়ু ও পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার (২৩ নভেম্বর) আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে আজ সোমবার থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হবে। তামিলনাড়ু ও পুদুচেরিতে আগামীকাল মঙ্গলবার ও পর দিন বুধবার ভারী বৃষ্টি হবে।

অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার।

তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রের বরাতে খবরে বলা হয়, গভীর নিম্নচাপটি চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। আগামী বুধবার জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ছয়টি ইউনিট মোতায়েন করা হয়েছে। পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে।

Share This Post