পৃথিবীর প্রতিটা মুসলিম শিশুর এমন ইচ্ছে জাগা উ’চিত, যা দেখতে পেয়েছি এই ছোট্ট শিশু তাহার মাঝে। মসজিদে আ’কসায় নামাজ পড়ার স্ব’প্ন দেখে ৭ বছরের আবু তাহা! ৭ বছরের শিশু ফিলি’স্তিনের কনি’ষ্ঠতম কুরআ’নের হাফেজ ইয়াহিয়া নুরুদ্দীন রায়িস আবু তাহা।
ছোট্ট আবু তাহার এক’মাত্র ইচ্ছা হলো অ’সংখ্য নবি-রাসুলের আগমনের শহর জেরু’জালেম নিজ চোখে দেখা এবং মসজিদে আ’কসায় নামাজ আদায় করা।
হাফেজ ইয়াহিয়া নুরুদ্দীন রায়িস আবু তাহা। বর্তমানে তার বয়স ৭ বছর। ফিলি’স্তিনের গা’জা উপ’ত্যকার দক্ষি’ণাঞ্চলীয় শহর রাফেহ-এর বাসিন্দা। অল্প বয়সে পবিত্র কুরআনুল কারিম মু’খস্ত করে আবু তাহা স্ব’প্ন দেখেন নিজ চোখে দেখবে জেরু’জালেম শহর এবং মসজিদে আ’কসায় পড়বেন নামাজ।
আবু তাহা’র ভাষায়, ‘আমার বয়স ৭ বছর। আমি আমার পিতা-মাতা ও শিক্ষ’কদের সহা’য়তায় মহা’গ্রন্থ আল-কুরআনুল কারিম মু’খস্ত করতে সক্ষ’ম হই।’
পড়াশুনায় স’ফল হয়ে চিকিৎ’সক হওয়ারও স্বপ্ন দেখে ছোট্ট আবু তাহা। কনি’ষ্ঠ হাফেজ আবু তাহা’র একমাত্র ইচ্ছা জেরু’জালেম শহর নিজ চোখে দেখা এবং মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসে নামাজ আদায় করা।
আল্লাহ তাআলা ছোট্ট হাফেজ আবু তাহা’কে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন, আমিন।