Spread the love

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদি বলেন- নামাজ আমাদেত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যকেরই, নামাজ আদায় করা উচিৎ।

তাতে আসুক ,যত বাধা-বিপত্তি। মুসলিম জীবনের এই নামাজের ইহকালীন ও পরকালীন অনেক উপকারিতা, ও ফজিলতের পাশাপাশি ,আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণায়ও উঠে এসেছে

মানবদেহের জন্য এর অভাবনীয়, উপকারিতার কথা এবার আসুন জেনে নিই, চিকিৎসাবিজ্ঞানে নামাজের যত উপকারিতা…

১. নামাজে যখন সিজদা করা ,হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের ,স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।

২. নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের, চোখ জায়নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে, স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়

৩. নামাজের মাধ্যমের আমাদের ,শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট ,বড় সবাই করতে পারে

৪. নামাজের মাধ্যমে আমাদের, মনের অসাধারন পরিবর্তন আসে

আল্লাহ তাআলা মুসলিম ,উম্মাহকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন।

Share This Post