একই দিনে নব নিবার্চিত আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরীর তিনটি কর্মসূচিতে বাধা প্রদানের প্রতিবাদে আজ বাদ আছর হাটহাজারী ডাক বাংলো চত্তরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকারিয়া নোমান ফয়জী বলেন, আমরা পরিস্কার বলতে চাই, আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরীর কর্মসূচিতে বাধা প্রদান মানবে না এ দেশের তওহিদি জনতা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।আজ বাদ আসর এর প্রতিবাদে হাটহাজারী ডাক বাংলো চত্তরে আমরা বিক্ষোভ মিছিল করবো।
তিনি আরো জানান, প্রশাসন আজ আল্লামা বাবুনগরীর তিনটি প্রোগ্রামে বাধা প্রদান করে।প্রোগ্রাম তিনটি হলো- রাজধানীর রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, কুমিল্লা দয়াপুর মাদরাসা সম্মেলন ও মাদারীপুর ওলামা সম্মেলন।