Spread the love

জয় শ্রী রাম বলতেই হবে ৷ এক মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে মারধর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷জয় শ্রী রাম বলতেই হবে ৷ এক মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে মারধর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহী জেলায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷

কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জেরে নড়েচড়ে বসেছে ৷ অভিযুক্ত বিনয় মীনা (১৮)-কে গ্রেফতার করেছে পুলিশ ৷

তিন মিনিটের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে মহম্মদ সেলিম নামে এক মধ্যবয়স্ক মুসলিম ব্যক্তিকে এক যুবক গালিগালাজ করছে ৷ এরপর জয় শ্রী রাম বলতে বাধ্য করে তাকে ২৫ বার থাপ্পড় মারল বছর আঠোরের যুবক ৷ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিডিওটির প্রতিবাদ জানিয়ে স্থানীয় থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেছে ৷ তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও দায়ের করা হয়েছে।

Share This Post