Spread the love

মাত্র এক বছরে হাফে,জা হয়ে বি,স্ময় সৃ,ষ্টি করেছে সাত বছর বয়সী এক শি,শু। এই ছোট্ট জীবনের একটি বছরই শিশু,টি কাজে লাগিয়েছে কুরআন মুখ,স্থ করায়। এক বছরের পরি,শ্রমে হাফেজ হয়েছে ইরানের ছোট্ট

শি,শু আবাদি। ইরানের কোম প্র,দেশের মেয়ে কাউসার আসেম আবাদি। সে ‘নুরুল্লাহ’ নামক স্থা,নীয় একটি মাদরাসায় পবিত্র কোরআনের হিফজ সম্প,ন্ন করেছে। ২০১৯ সালের এ,প্রিল থেকে শু,রু করে ২০২০ সালের এ,প্রিলে হিফজ শেষ করে। কোমের হাফেজদের ম,ধ্যে কাউসার আসেম আবাদিই সর্বক,নিষ্ঠ। সম্প্র,তি স্থা,নীয় ধর্মবিষয়ক অধি,দপ্তরের হিফজ কল্যা,ণ ফাউ,ন্ডেশন কর্তৃ,ক আয়োজিত কোরআন প্রতিযোগিতায় সবচেয়ে কমবয়সী হাফেজার খেতাব লাভ করে সে। মাদরাসা ‘নুরুল্লাহ’র শিক্ষিকারাও কাউসার আসেম আবাদিকে নিয়ে গ,র্বিত।

তার এক শিক্ষিকা আবাদির অ,র্জনে আন,ন্দ প্র,কাশ করে বলেন, ‘আমাদের মেয়ে খুবই প্রতিভাবান, সে অনায়াসেই যেকোনো আয়াত ও পৃ,ষ্ঠা সং,খ্যা বলে দিতে পারে।তা ছাড়া কিছু বিষয়,ভিত্তিক আয়াত অনুবাদসহ সে মুখ,স্থ করেছে। আমরা তার আলোকিত ভবি,ষ্যৎ কামনা করি।’

Share This Post